গোহট ইউনিয়ন পরিষদের অর্ন্তভুক্ত ০৪ টি বাজার রয়েছে
১। রহিমানগর বাজার,২। আমজান বাজার।
১। রহিমানগর বাজারের বৈশিষ্টঃ
রহিমানগর বাজার প্রসিদ্ধ বাজার ,যখন ৫-৬ কিলোমিটারের মধ্যে কোন বাজার ছিল না তখন এই এতিহ্যবাহি শাহতলী বাজার ছিল এবং এখান থেকেই দুরদূরান্তের মানুষ এসে তাদের চাহিদা মোতাবেক বাজার করতে। কিন্তু সময়ের বির্বতনে বাজার দিন দিন এর প্রসিদ্ধ হারিয়ে ফেলছে। কিন্তু বর্তমানে আবার রাস্তা ঘাট উন্নতির ফলে এর প্রসার ধীরে ধীরে বিকট আকার ধরন করছে।
আমুজান বাজারঃ
আমুজান বাজার বাজার ছিল একটি সুরমা বাস স্টেশন তরপর পর্যায়ক্রমে স্থানীয়দের উদ্যোগে এখন একটি অন্যতম বাজারে প্রসিদ্ধ লাভকরছে । বর্তমানে এখানে বিভিন্ন যেকোন পন্য সমগ্রী পাওয়া যায় এবং যোগাযোগ ব্যবস্থা কচুয়া চাঁদপুর রোডে যাতায়ত ভালো ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS