Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

মাসিক সভার সিদ্ধান্ত সমুহ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়

রহিমানগর, কচুয়া, চাঁদপুর।

১১নং গোহট ইউনিয়ন পরিষদের ডিসেম্বর /২০১৯ মাসের  সভার কার্যবিবরণী

 

 

সভাপতি           :  মোঃ শাহারিয়া চেয়ারম্যান, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়  রহিমানগর, কচুয়া, চাঁদপুর।।

সভা সঞ্চালনা     :  মকুবল হোসেন পাটওয়ারী, সচিব, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়  রহিমানগর, কচুয়া, চাঁদপুর।

তারিখ             :  ০৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, সকাল ১০.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

আলোচ্যসূচীঃ

১) বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২) ভূমি হস্তান্তর কর ১% এর প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন কমিটি গঠন।

৩) ওয়ার্ড সভার তারিখ পুনঃ নির্ধারন।

৪) নভেম্বর/২০১৯ মাসের আয় ব্যয়ের হিসাব বিবরণী

৫)  বিবিধ

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি ইউপি সচিব জনাব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর ইউপি সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন। তিনি বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান। এতে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

 

০২

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলোচনায় সভাপতি সাহেব জানান, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হইতে ভূমি হস্তান্তর করের ৫০,০০০/= টাকা বরাদ্দ প্রদান করা হয় ফগার মেশিন ক্রয়ের জন্য। এ অবস্থায় বাস্তবায়নযোগ্য একটি প্রকল্প ও প্রকল্প কমিটি তাঁর কার্যালয়ে প্রেরণ করার জন্য। উক্ত বরাদ্দের বিপরীতে ৭নং ওয়ার্ড সদস্য জনাব আবুল কালাম “ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ক্রয়।” প্রকল্পটি বাস্তবায়ন ও নিম্নলিখিত প্রকল্প কমিটি গঠন করার প্রস্তাব করেন।

নং

নাম

 

গ্রাম

পদবী

প্রকল্প পদবী

০১

আবুল কালাম

গোবিন্দপুর

ইউপি সদস্য

সভাপতি

০২

খুরশিদা বেগম

গোবিন্দপুর

ইউপি সদস্য

সদস্য সচিব

০৩

মাও: বিল্লাল আখন

গোবিন্দপুর

ইমাম

সদস্য

০৪

হাবিবুর রহমান

গোবিন্দপুর

মুক্তিযোদ্ধা

সদস্য

০৫

মিজানুর রহমান

গোবিন্দপুর

গন্যমান্য

সদস্য

০৬

আব্দুর রহমান কাজী

গোবিন্দপুর

সমাজ সেবক

সদস্য

০৭

শিখা রানী কর্মকার

গোবিন্দপুর

গৃহীনী

সদস্য

 

         সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে উক্ত প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হইল।

 

প্রকল্প কমিটি

                           

 

 

 

০৩

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩য় দফা আলোচনায় সভাপতি সাহেব জানান যে, বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক মা ইলিশ অভিযানের সময় প্রতিটি ওয়ার্ড সভা সম্পন্ন করার কথা। কিন্তু ঐ সময়ে ওয়ার্ড সভা না করায় সভার তারিখ পুনঃনির্ধারণ করার জন্য   আহবান করেন। তিনি নিম্নলিখিত ছক মোতাবেক ওয়ার্ড সভা সম্পন্ন করার প্রস্তাব করেন। এ নিয়া বিস্তারিত আলোচনা হয়।

 

ওয়ার্ড নং

তারিখ

সময়

স্থান

১০-১২-২০১৯ খ্রিঃ

মঙ্গলবার

সকাল ১০.০০ টা

কান্দিরপাড় স্কুল মাঠ

১১-১২-২০১৯ খ্রিঃ

বুধবার

সকাল ১০.০০ টা

কান্দিরপাড় স্কুল মাঠ

১২-১২-২০১৯ খ্রিঃ

বৃহস্পতিবার

সকাল ১০.০০ টা

কান্দিরপাড় স্কুল মাঠ

১৭-১২-২০১৯ খ্রিঃ

মঙ্গলবার

সকাল ১০.০০ টা

১০৩নং উত্তর কান্দিরপাড় সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠ

১৮-১২-২০১৯ খ্রিঃ

বুধবার

সকাল ১০.০০ টা

ইসলামীয়া মসজিদের সামনে

১৯-১২-২০১৯ খ্রিঃ

বৃহস্পতিবার

সকাল ১০.০০ টা

ইসলামীয়া মসজিদের সামনে

২৩-১২-২০১৯ খ্রিঃ

সোমবার

সকাল ১০.০০ টা

 

চাপাতলী হাট ১০৪নং দ.গোবিন্দিয়া সর: প্রা: বি: মাঠ

২৪-১২-২০১৯ খ্রিঃ

মঙ্গলবার

সকাল ১০.০০ টা

নাউপুরা ১০৪নং দ.গোবিন্দিয়া সর: প্রা: বি: মাঠ

২৬-১২-২০১৯ খ্রিঃ

বৃহস্পতিবার

সকাল ১০.০০ টা

নাউপুরা ১০৪নং দ.গোবিন্দিয়া সর: প্রা: বি: মাঠ

 

                  সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে উক্ত প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হইল।

ওয়ার্ড কমিটি

 

 

 

 

 

 

নভেম্বর/১৯

প্রাপ্তির বিবরণ

টাকার পরিমাণ

পরিশোধের বিবরণ

টাকার পরিমাণ

 

নগদ

ব্যাংক

 

নগদ

ব্যাংক

প্রারম্ভিক স্থিতি

০.০০

৩৩০৩৩৬.৮৪

ব্যাংক চার্জ

 

২৫.

জেলা প্রশাসক, চাঁদপুর

 

২৮৬০০

সচিব সাহেবের বেতন

 

২৮৬০০

উপজেলা নির্বাহী অফিসার

 

৬৯৮০০

গ্রামপুলিশদের বেতন ভাতা

 

৬৯৮০০

 

 

 

আলী আহাম্মদ

 

৫৯২২

পেশাজীবী কর

 

৪৫০

 

 

 

ট্রেড লাইসেন্স

 

৪৬০

 

 

 

মৃত্যু নিবন্ধন

 

১৫০

 

 

 

ওয়ারিশ সনদ

 

১৫০০

 

 

 

ট্যাক্স আদায়  (৯৪৩-৯৪৭)

৫২৭০

১১৩০

এশিয়ান সুপার সপ

৩৭২০

 

 

 

 

আমিনুল ইসলাম

১৫৫০

 

জন্ম-মৃত্যু নিবন্ধন ফি

 

৮০০

রে. জেনারেল ( জন্ম-মৃত্যু )

 

৮০০

মোট

৫২৭০.

১০২৮৯০.

মোট

৫২৭০.

১০৫১৪৭.

প্রারম্ভিক স্থিতি

০.০০

৩৩০৩৩৬.৮৪

প্রারম্ভিক স্থিতি

০.০০

৩২৮০৭৯.৮৪

সর্বমোট

৫২৭০.০০

৪৩৩২২৬.৮৪

সর্বমোট

৫২৭০.০০

৪৩৩২২৬.৮৪

 

বিবিধ আলোচনায় চেয়ারম্যান সাহেব ইউপি সদস্যদের মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারকার্য সম্পন্ন করা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সক্রিয় থাকার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে, সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

                                                                                                              

 

                                                                                                                                               (শাহারিয়া শাহীন)

                                                                                                                                        চেয়ারম্যান

স্মারক নং – ১৩.২২.৫৮.২০১৯/০৭              তারিখঃ  ০৪-১২-২০১৯ খ্রিঃ

 

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

১। উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া, চাঁদপুর।

২। ইউপি সদস্য ………………………(সকল),১১নং গোহট দক্ষিনর ইউপি, কচুয়া, চাঁদপুর।

৩। অফিস নথি।

 

                                                                                                                 ( মোঃ আব্দুল ছাত্তার রাড়ী )

                                                                                                                                        চেয়ারম্যান

                                                                                                                         ১১নংগোহট  ইউনিয়ন পরিষদ

                                                                                                                                  কচুয়া, চাঁদপুর।

 

 

 

 

 

 

মাসিক সভার সিন্ধান্ত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের অক্টোবর /২০১৯ মাসের  সভার কার্যবিবরণী

 

 

সভাপতি           :  মোঃ শাহারিয়া চেয়ারম্যান, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়  রহিমানগর, কচুয়া, চাঁদপুর।।

সভা সঞ্চালনা     :  মকুবল হোসেন পাটওয়ারী, সচিব, ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়  রহিমানগর, কচুয়া, চাঁদপুর।

তারিখ             :  ০২ অক্টোবর ২০১৯, বুধবার, সকাল ১০.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

আলোচ্যসূচীঃ

১) বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২) ওয়ার্ড সভার আয়োজন করা।

৩) মাতৃত্ব ভাতার বিভাজন।

৪) মা ইলিশ রক্ষায় কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রদক্ষেপ।

৫) রোহিঙ্গাদের অনুকূলে জন্ম নিবন্ধন সনদ বা নাগরিক সনদ প্রদান না করা।

৬) ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্ম-মৃত্যু নিবন্ধন বাবদ ব্যয়।

৫) সেপ্টেম্বর/২০১৯ মাসের আয় ব্যয়ের হিসাব বিবরণী

৬)  বিবিধ

 

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি ইউপি সচিব জনাব মকবুল হোসেন পাট্ওয়ারী অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর ইউপি সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন। তিনি বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান। এতে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

 

০২

২য় দফা আলোচনায় সচিব সাহেব জানান যে, প্রত্যেক ওয়ার্ড সভা এর স্থানীয় সীমার মধ্যে বৎসরে কমপক্ষে ২ (দুই) টি সভা করতে হয় যার একটি হবে বাৎসরিক সভা। এর জন্য ইএএলজি প্রকল্প হতে ৩৮,৭০০/= টাকা অত্র ইউপির জন্য বরাদ্দ হয়। বিধি মোতাবেক ওয়ার্ড সভা শেষে বিল ভাউচার অত্রাফিসে জমা দেয়ার পর উক্ত বরাদ্দ ৯ ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বরাবর ৪,৩০০/= টাকা করে চেক ইস্যু করা হবে বলে তিনি জানান। সেই মোতাবেক চলতি মাস থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ড সভা করার আহবান জানান।

চলতি মাসের ৯ তারিখের পর ( অর্থাৎ মৎস্য অভিযানের সময় ) ওয়ার্ড সভা শুরু করার জন্য প্যানেল চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ খান প্রস্তাব করেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

চলতি মাসের ৯ তারিখের পর ( অর্থাৎ মৎস্য অভিযানের সময় ) ওয়ার্ড সভা শুরু করার এবং সভা শেষে বিল ভাউচার অত্রাফিসে জমা দেয়ার পর উক্ত বরাদ্দ ৯ ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বরাবর ৪,৩০০/= টাকা করে চেক ইস্যু করার সিদ্ধান্ত হয়  যা সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

প্রত্যেক ওয়ার্ড কমিটি

০৩

৩য় দফা আলোচনায় সভাপতি সাহেব জানান যে, অত্র ইউপির জন্য  ৩২.০১.১৩০০.০০০.০২.০০৯.১৯-৮১ তাং ০১/০৯/২০১৯ খ্রিঃ স্মারকের পত্রের আলোকে ৭০টি মাতৃত্ব ভাতার কার্ড বরাদ্দ হয়েছে। তিনি প্রতি সদস্যকে ৩জন করে উপকারভোগীর নাম দেয়ার জন্য প্রস্তাব করেন। তিনি আরো জানান যে, বিধি মোতাবেক প্রতিটি ওয়ার্ড সভা হতে উপকারভোগীর নাম আসতে হবে যাদের বয়স হবে ২০ হতে ৩৫ বছরের মধ্যে। কোন ক্রমেই পূর্বে প্রাপ্ত কোন উপকারভোগীর নাম নতুন তালিকায় অর্ন্তভূক্ত করা যাবে না। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

আলোচনা শেষে বিধি মোতাবেক প্রতিটি ওয়ার্ড হতে উপকারভোগী বাছাই করে প্রতি সদস্যকে ৩জন করে উপকারভোগীর নাম দেয়ার সিদ্ধান্ত হয়  যা সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

সকল মেম্বারগণ

০৪

          মা ইলিশ রক্ষায় প্রতিটি ওয়ার্ডে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার চেয়ারম্যান সাহেব প্রস্তাব করেন। এ নিয়া বিস্তারিত আলোচনা হয়।

১ হতে ৯ নং ওয়ার্ডের জন্য ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ড মেম্বার।

ইউনিয়ন টাস্কপোর্স কমিটি

  ০৪(ক)

          মা ইলিশ রক্ষায় অত্র ইউনিয়নে নদীর সাথে সংযুক্ত প্রতিটি খালে বাঁশ দিয়ে অস্থায়ী বাধ সৃস্টি করার জন্য সদস্য সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন প্রস্তাব করেন।

 

 

 

প্রস্তাবটি গৃহীত হয় এবং সেই মতে হরিনা ঘাট খাল, রাড়ী বাড়ী খাল, নন্দী ঘাট খাল এবং আখনের ঘাট খালে বাঁশ দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি সদস্য আঃ বারেক তালুকদার ও গ্রাম পুলিশবৃন্দ।

প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ ও অন্যান্য সদস্যদের নিয়ে নিজ নিজ ওয়ার্ড এলাকায় পালাক্রমে টহল দেবে এবং প্রশাসনের কর্মকর্তাদের সহযোগীতা প্রদানের করবে। এ নিয়ে সকল সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা হয়।

 

সকল সদস্যের উপস্থিতিতে উল্লেখিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

ওয়ার্ড কমিটি

             চেয়ারম্যান সাহেব প্রস্তাব রাখেন, যে ওয়ার্ড এলাকায় মোবাইল কোর্ট ও পুলিশ প্রশাসন জেলে আটক করবে সংশ্লিস্ট সেই ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকল সদস্যের উপস্থিতিতে উল্লেখিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

 

 

 

শিক্ষক প্রতিনিধি জনাব তপন কুমার দে ইউনিয়নে গণ সচেতনতায় প্রতিদিন মাইকিং অব্যাহত রাখার প্রস্তাব করেন।

প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

ইউপি সদস্য আঃ হালিম

    ঙ

সভাপতি সাহেব, প্রতিটি ওয়ার্ড কমিটিকে সভা করে প্রতি সপ্তাহের সোমবার তাদের অগ্রগতি প্রতিবেদন ইউনিয়ন টাস্কপোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের কাছে জমা দেওয়ার প্রস্তাব করেন।

 

প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

 

ওয়ার্ড কমিটি

০৫

সচিব সাহেব জানান যে, জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের স্বাক্ষরিত ৪৬.৪২.১৩.০০০.৩০.০১.০২৪.১৯-৬৩৬ তাং ২৩-০৯-২০১৯ খ্রিঃ নং স্মারক পত্রের আলোকে রোহিঙ্গাদের অনুকূলে জন্ম নিবন্ধন সনদ বা নাগরিক সনদ প্রদান না করা নির্দেশনা রয়েছে। এ বিষয়ে সকল ইউপি সদস্যকে ভাল করে যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন আবেদন পত্রে স্বাক্ষর করার প্রস্তাব করা হয়।

         ইউপিতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বা জন্ম নিবন্ধন সনদ বা নাগরিক সনদ প্রদান রোধে সকল ইউপি সদস্যকে ভাল করে যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন আবেদন পত্রে স্বাক্ষর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সকল ইউপি সদস্য/ গ্রাম পুলিশ

০৬

সচিব সাহেব জানান যে, জন্ম-মৃত্যু নিবন্ধন জেনারেল কার্যালয়ের ৪৬.০৪.০০০০.১০২.০২.০০৪.১৭-২৭০ তাং ২৫-০২-২০১৮ খ্রিঃ নং স্মারকে অত্র ইউপির জন্য জন্ম-মৃত্যু নিবন্ধন কাজে ৭৫০০/= টাকা বরাদ্দ হয়। কিন্তু অত্র ইউপিতে উক্ত বরাদ্দ ০৫.৪২.১৩২২.০০২.০১.০৬০.১৯-৮৭৯(১৪) তাং নং স্মারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অবহিত করা হয়। বরাদ্দ আসতে বিলম্ব হওয়ায় গত ২০-০৬-২০১৯ খ্রিঃ তারিখের ব্যয় ভাউচার (লিপিকা, চাঁদপুর) তিনি উপস্থাপন করেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

         উপজেলা থেকে প্রাপ্ত ৭৫০০/= টাকা লিপিকা, চাঁদপুরকে পরিশোধের সিদ্ধান্ত হয়  যা সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

সচিব

 

সেপ্টেম্বর/১৯

প্রাপ্তির বিবরণ

টাকার পরিমাণ

পরিশোধের বিবরণ

টাকার পরিমাণ

 

নগদ

ব্যাংক

 

নগদ

ব্যাংক

প্রারম্ভিক স্থিতি

০.০০

১১৯৫৫২৪.৩৪

 

 

 

জেলা প্রশাসক, চাঁদপুর

 

২৬৮০০

সচিব সাহেবের বেতন ভাতা

 

২৬৮০০

উপজেলা নির্বাহী অফিসার

 

৬৯৮০০

গ্রামপুলিশদের বেতন ভাতা

 

৬৯৮০০

উপজেলা নির্বাহী অফিসার

 

১৪৩১০০

চেয়ারম্যান ও সদস্যদের

 

১৪৩১০০

 

 

 

ব্যাংক চার্জ

 

৫৭.৫

উপ-পরিচালক, স্থানীয়

 

৩৮৭০০

মেসার্স নাছির এন্টারপ্রাইজ

 

১২৮২৫০

 

 

 

গুগুল কম্পিউটার

 

১০২৬০০

 

 

 

আব্দুল হালিম বেপারী

 

১৮১০০

 

 

 

মেসার্স হারুন এন্ড সন্স

 

১৯৬৬৫০

 

 

 

মেসার্স হারুন এন্ড সন্স

 

১৯৬৬৫০

 

 

 

মেসার্স হারুন এন্ড সন্স

 

১২৮২৫০

ওয়ারিশন

 

৩০০০

 

 

 

মৃত্যু নিবন্ধন

 

১৫০

 

 

 

জন্ম-মৃত্যু নিবন্ধন ফি

 

৮৫০

রে. জেনারেল ( জন্ম-মৃত্যু )

 

৮৫০

ট্যাক্স আদায়

 

৪৬০০

 

 

 

মোট

০.

২৮৭০০০.

মোট

০.

১০১১১০৭.৫

প্রারম্ভিক স্থিতি

০.০০

১১৯৫৫২৪.৩৪

প্রারম্ভিক স্থিতি

০.০০

৪৭১৪১৬.৮৪

সর্বমোট

০.০০

১৪৮২৫২৪.৩৪

সর্বমোট

০.০০

১৪৮২৫২৪.৩৪

 

 

 

 

 

 

 

বিবিধ আলোচনায় চেয়ারম্যান সাহেব ইউপি সদস্যদের মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারকার্য সম্পন্ন করা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সক্রিয় থাকার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে, সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

                                                                                                               

                                                                                                                                             ( শাহারিয়া শাহীন)

                                                                                                                                        চেয়ারম্যান

                                                                                                                         ১১নং গোহট  ইউনিয়ন পরিষদ

                                                                                                                                  কচুয়া, চাঁদপুর।

স্মারক নং – ১৩.২২.৫৮.২০১৯/০৪              তারিখঃ  ০২-১০-২০১৯ খ্রিঃ

 

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

১। উপজেলা নির্বাহী অফিসার,কচুয়া, চাঁদপুর।

২। ইউপি সদস্য ………………………(সকল), গোহট ইউপি, কচুয়া, চাঁদপুর।

৩। অফিস নথি।

 

                                                                                                                                                 ( শাহারিয়া শাহনি)

                                                                                                                                        চেয়ারম্যান

                                                                                                                                ১১নং গোহট ইউনিয়ন পরিষদ

                                                                                                                                  কচুয়া, চাঁদপুর।

 

ছবি

 

 

সংযুক্তি

 c

 
 

Share with :

facebook twitter